পটুয়াখালীর বাউফল উপজেলায় জ্বর ও শাসকষ্ট নিয়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওই ব্যক্তির বাড়ি পার্শবর্তী গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পশ্চিম পাতাবুনিয়া গ্রামে।
জানা যায়, ওই ব্যক্তি ঢাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানে রডমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার শরীরের বেশ কিছু অংশ আগুনে পুড়ে গেলে ঢাকা মেডিকেলে ভর্তি হন। সেখান থেকে চারদিন আগে এ্যাম্বুলেঞ্জ যোগে জ্বর সর্দি-কাশি নিয়ে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউপির মহাসেনউদ্দিন গ্রামে শ্বশুর বাড়িতে আসেন।
গ্রাম্য ওহাব ডাক্তারের কাছে চিকিৎসা নেন। সোমবার তার অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে তিনি এসব আলামত নিয়ে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সকল ধরনের লক্ষণ তার মধ্যে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, মৃত ব্যক্তির ফলাফল পজেটিভ আসলে ওই এলাকাটি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন