কিশোরগঞ্জে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করিমগঞ্জ হাসপাতালের একজন নারী চিকিৎসক, মুসলিম পাড়া গ্রামের একজন পুরুষ ও ভৈরবের একজন পুরুষ রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘন্টায় ২২ জনের কভিড-১৯ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ২২৮ জনের নমুনা পাঠানো হলো। এর মধ্যে ১৬৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আল আমীন