নেত্রকোনায় আজ ৪ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের দেওপুর গ্রামের বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো তাজুল ইসলাম। প্রত্যেকেই নারায়ণগঞ্জ ফেরত।
এর আগে জেলার সদর উপজেলায় ১ জন নারী পোশাককর্মী ও ২ জন পুরুষের দেহে করোনা শনাক্ত হয়। তারা মদনপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী লক্ষীগঞ্জ ইউনিয়নের। এছাড়া খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ নার্স ও আরেকজন মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়নের দাসপাড়া গ্রামের।
মঙ্গলবার পর্যন্ত মোট ২০২ জনের নমুনা সংগ্রহের পর এ নিয়ে ১১ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। ধীরে ধীরে এই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে এক ধরনের আতংকের সৃষ্টি হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল