নীলফামারী জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে এটি কার্যকর করে গণবিজ্ঞপ্তি আকারে প্রচারণা চালানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
লকডাউনের ফলে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ, সাপ্তাহিক হাট বাজার, দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং গণপরিবহণ বন্ধ থাকবে।
তবে অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষি পণ্য ও যন্ত্রপাতির দোকান পাট সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা যাবে কাঁচা বাজারের পণ্য, সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ইতিমধ্যে জেলায় চারজন আক্রান্ত হয়েছেন করোনায়। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি বলেন, আমাদের সবাইকে ঘরে থাকতে হবে এবং করোনাকে প্রতিরোধ করতে হবে। লকডাউন আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন