কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঢাকা ফেরত এক যুবক করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, আক্রান্ত যুবক উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা।তবে ওই যুবক বর্তমানে পলাতক।
করোনা আক্রান্ত ৩০ বছর বয়সী ওই যুবক সম্প্রতি ঢাকা থেকে ফুলবাড়ীতে আসলে জ্বরে আক্রান্ত হয়। গত রবিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। এ নিয়ে জেলায় দুইজনের করোনা পজেটিভ পাওয়া গেল।
এ ব্যাপারে ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা আক্রান্ত যুবকের বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছি। পলাতক কিনা পরে খবর জানাব।
এর আগে গত সোমবার রৌমারী উপজেলায় এক কিশোরের (১৭) করোনা পজেটিভ পাওয়া যায়। পরে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের টাপুরচর এলাকার দুইটি ওয়ার্ড লকডাউন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে ওই কিশোরসহ পরিবারের চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কক্ষে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল