দিনাজপুরে করোনাভাইরাসের (কোভিড-১৯) এর অস্থিত্ব পাওয়া গেছ সাতজনের শরীরে। যদিও এদের কয়েকজনের কোনও উপসর্গ দেখা যায়নি। মঙ্গলবার সন্ধায় এমনটাই জানালেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।
তিনি বলেন, দিনাজপুরের বিভিন্ন উপজেলার ১২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার বিকাল পর্যন্ত এদের মধ্যে ১০৬ জনের রিপোর্টের ফলাফল পাওয়া যায়। এই ফলাফলে সাতজনের পজিটিভ পাওয়া গেছে। বাকিগুলো নেগেটিভ। আক্রান্ত হলেন দিনাজপুর সদরের ৩ জন, ফুলবাড়ী উপজেলার ১ জন এবং নবাবগঞ্জ উপজেলার ৩ জন রয়েছে।
বর্তমানে জেলায় ৬৯৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, আমরা এ রোগের ভয়াবহতা তুলে ধরতে এবং প্রতিরোধে সবরকম চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। সাধারন মানুষ সচেতন হলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
বিডি-প্রতিদিন/শফিক