শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
রাজশাহীতে রোগীর বাড়িতে ছুটছেন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

সংকটকালে যখন চিকিৎসকরা প্রাইভেট প্যাকটিস বন্ধ করে দিয়েছেন, ক্লিনিকগুলোও বন্ধ। তখন ব্যতিক্রমী সেবা দিয়ে যাচ্ছেন রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন সাধারণ রোগ নিয়ে আর হাসপাতালে যেতে হচ্ছে না লোকজনকে। চিকিৎসকেরাই ছুটে যাচ্ছেন রোগীদের বাড়ি বাড়ি। এভাবে এক সপ্তাহ ধরে রোগীদের খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে চিকিৎসা দিচ্ছেন তারা।
বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফেরা লোকজন খুঁজে বের করে তাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। করোনাভাইরাস সংক্রমণের এই সংকটকালে হাতের কাছে সরকারি চিকিৎসক পাওয়ায় অনেকের মনোবল বেড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক জানান, কিছুদিন আগে স্থানীয় এমপি এনামুল হক চিকিৎসকদের হাতে সুরক্ষা সরঞ্জাম তুলে দিয়ে রোগী দেখার ক্ষেত্রে তাদের মানবিক হতে আহ্বান জানান। এমপির কথা তাদের মনে দাগ কাটে। এরপর সপ্তাহখানেক আগে থেকে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার প্রক্রিয়া শুরু করেন তারা।
প্রথমে ইউনিয়ন পর্যায়ে গিয়ে স্বাস্থ্যকর্মীরা রোগীদের খুঁজে বের করেন। তবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনদের বেশি গুরুত্ব দেওয়া হয়। অনেক রোগী মোবাইল ফোনে তাদের সমস্যার কথা জানিয়ে চিকিৎসাসেবা দেওয়ার কথা বলেন।
উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে ঢাকাফেরত একজন নারী (৪৩) জানান, তিনি বাড়িতে আসার পর হালকা জ্বর ও গলাব্যথা অনুভব করছিলেন। কয়েক দিন আগে হাসপাতালের একটি দল বাড়িতে এসে তাকে ওষুধ দিয়ে গেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। একই রকম তথ্য দিয়েছেন মাড়িয়া ইউনিয়নের গাজীপুরফেরত অপর এক নারী।
চিকিৎসক দলের সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমিরুল ইসলাম ও চিকিৎসা কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, মোবাইল ফোনে কিংবা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে তথ্য পেয়ে রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাদের চিকিৎসায় সেরে যাচ্ছেন রোগীরা। বাড়িতে সরকারি চিকিৎসক পেয়ে রোগীরা খুব খুশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, জ্বর, সর্দি, কাশির চিকিৎসা দেওয়া ছাড়াও অনেক ছোটখাটো সমস্যার সমাধান করা হচ্ছে। জটিল ও বড় রোগের চিকিৎসা স্বাস্থ্য কমপ্লেক্সেই করা হচ্ছে। বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়ার ফলে গুজব বা ভুল বোঝাবুঝি কম হচ্ছে।
স্থানীয় এমপি এনামুল হক জানান, হাসপাতালে গিয়ে মানুষ চিকিৎসক পায় না। এখানে বাড়িতে বসে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এ জন্য তিনি চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর