শিরোনাম
- নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র সংকটে পড়বে : সিপিবি
- ১২ মিনিটে কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেল দুর্বৃত্তরা
- বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে : চরমোনাই পীর
- ৮ ছক্কায় ১৬ বলে ফিফটি, ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
- ‘রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া মানবিক করিডোর নয়’
- ‘জনগণ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পর প্রধান উপদেষ্টার মর্যাদাপূর্ণ বিদায় চায়’
- ভারতীয় নারী ক্রিকেটে কেলেঙ্কারি, সতীর্থের নামে চুরির মামলা
- দিল্লি থেকে দেশকে বিভাজিত করার ছক কষা হচ্ছে : নাহিদ
- এখন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন: নজরুল ইসলাম খান
- স্বপ্নের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মোহামেডানের উল্লাস
- বিতর্কের পর অবশেষে বিক্রি ১৭০ বছরের পুরোনো ডেইলি টেলিগ্রাফ
- সব অংশীজনকে ঐক্যবদ্ধের আহ্বান মামুনুল হকের
- ‘সিংহাম রিটার্নস’-কেও ছাড়িয়ে গেল ‘রেইড টু’
- আইসিসিবিতে চলছে টেলিভিশন সম্প্রচার ও যোগাযোগ প্রযুক্তি মেলা
- ‘কিছু রাজনৈতিক দল অধ্যাপক ইউনূসকে ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না’
- বিজাতীয় সংস্কৃতিকে ছুড়ে ফেলে সুস্থ সাংস্কৃতিক চর্চা করতে হবে : কাদের গনি চৌধুরী
- ইইউ’র পণ্যে জুন থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
- চবিতে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় ছায়া আইনসভা
- ঘিওরে বিএনপির ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত
- ড. ইউনূসের পদত্যাগ বিএনপির দাবি নয় : সালাহউদ্দিন
রাজশাহীতে রোগীর বাড়িতে ছুটছেন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

সংকটকালে যখন চিকিৎসকরা প্রাইভেট প্যাকটিস বন্ধ করে দিয়েছেন, ক্লিনিকগুলোও বন্ধ। তখন ব্যতিক্রমী সেবা দিয়ে যাচ্ছেন রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন সাধারণ রোগ নিয়ে আর হাসপাতালে যেতে হচ্ছে না লোকজনকে। চিকিৎসকেরাই ছুটে যাচ্ছেন রোগীদের বাড়ি বাড়ি। এভাবে এক সপ্তাহ ধরে রোগীদের খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে চিকিৎসা দিচ্ছেন তারা।
বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফেরা লোকজন খুঁজে বের করে তাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। করোনাভাইরাস সংক্রমণের এই সংকটকালে হাতের কাছে সরকারি চিকিৎসক পাওয়ায় অনেকের মনোবল বেড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক জানান, কিছুদিন আগে স্থানীয় এমপি এনামুল হক চিকিৎসকদের হাতে সুরক্ষা সরঞ্জাম তুলে দিয়ে রোগী দেখার ক্ষেত্রে তাদের মানবিক হতে আহ্বান জানান। এমপির কথা তাদের মনে দাগ কাটে। এরপর সপ্তাহখানেক আগে থেকে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার প্রক্রিয়া শুরু করেন তারা।
প্রথমে ইউনিয়ন পর্যায়ে গিয়ে স্বাস্থ্যকর্মীরা রোগীদের খুঁজে বের করেন। তবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনদের বেশি গুরুত্ব দেওয়া হয়। অনেক রোগী মোবাইল ফোনে তাদের সমস্যার কথা জানিয়ে চিকিৎসাসেবা দেওয়ার কথা বলেন।
উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে ঢাকাফেরত একজন নারী (৪৩) জানান, তিনি বাড়িতে আসার পর হালকা জ্বর ও গলাব্যথা অনুভব করছিলেন। কয়েক দিন আগে হাসপাতালের একটি দল বাড়িতে এসে তাকে ওষুধ দিয়ে গেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। একই রকম তথ্য দিয়েছেন মাড়িয়া ইউনিয়নের গাজীপুরফেরত অপর এক নারী।
চিকিৎসক দলের সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমিরুল ইসলাম ও চিকিৎসা কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, মোবাইল ফোনে কিংবা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে তথ্য পেয়ে রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাদের চিকিৎসায় সেরে যাচ্ছেন রোগীরা। বাড়িতে সরকারি চিকিৎসক পেয়ে রোগীরা খুব খুশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, জ্বর, সর্দি, কাশির চিকিৎসা দেওয়া ছাড়াও অনেক ছোটখাটো সমস্যার সমাধান করা হচ্ছে। জটিল ও বড় রোগের চিকিৎসা স্বাস্থ্য কমপ্লেক্সেই করা হচ্ছে। বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়ার ফলে গুজব বা ভুল বোঝাবুঝি কম হচ্ছে।
স্থানীয় এমপি এনামুল হক জানান, হাসপাতালে গিয়ে মানুষ চিকিৎসক পায় না। এখানে বাড়িতে বসে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এ জন্য তিনি চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
২৩ ঘণ্টা আগে | জাতীয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলেন ট্রাম্প
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম