শিরোনাম
- গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে আজ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা
- রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে : সিইসি
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় হুমকির মুখে : ম্যাক্রোঁ
- চ্যাটবট জেমিনিতে এলো নতুন ফিচার
- এখনো স্বজনদের খুঁজে ফেরেন বসনিয়ার মুসলিমরা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ জুলাই)
- উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন সিনার
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
- ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাদ্রাসা শিক্ষার্থীর
- সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না : আমীর খসরু
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- লিটন-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
- ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রতিযোগিতা
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫৬৮
- ত্রিদেশীয় সিরিজ: ফিন অ্যালেনের চোটে কপাল খুলল কনওয়ের
রাজশাহীতে রোগীর বাড়িতে ছুটছেন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

সংকটকালে যখন চিকিৎসকরা প্রাইভেট প্যাকটিস বন্ধ করে দিয়েছেন, ক্লিনিকগুলোও বন্ধ। তখন ব্যতিক্রমী সেবা দিয়ে যাচ্ছেন রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন সাধারণ রোগ নিয়ে আর হাসপাতালে যেতে হচ্ছে না লোকজনকে। চিকিৎসকেরাই ছুটে যাচ্ছেন রোগীদের বাড়ি বাড়ি। এভাবে এক সপ্তাহ ধরে রোগীদের খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে চিকিৎসা দিচ্ছেন তারা।
বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফেরা লোকজন খুঁজে বের করে তাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। করোনাভাইরাস সংক্রমণের এই সংকটকালে হাতের কাছে সরকারি চিকিৎসক পাওয়ায় অনেকের মনোবল বেড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক জানান, কিছুদিন আগে স্থানীয় এমপি এনামুল হক চিকিৎসকদের হাতে সুরক্ষা সরঞ্জাম তুলে দিয়ে রোগী দেখার ক্ষেত্রে তাদের মানবিক হতে আহ্বান জানান। এমপির কথা তাদের মনে দাগ কাটে। এরপর সপ্তাহখানেক আগে থেকে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার প্রক্রিয়া শুরু করেন তারা।
প্রথমে ইউনিয়ন পর্যায়ে গিয়ে স্বাস্থ্যকর্মীরা রোগীদের খুঁজে বের করেন। তবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনদের বেশি গুরুত্ব দেওয়া হয়। অনেক রোগী মোবাইল ফোনে তাদের সমস্যার কথা জানিয়ে চিকিৎসাসেবা দেওয়ার কথা বলেন।
উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে ঢাকাফেরত একজন নারী (৪৩) জানান, তিনি বাড়িতে আসার পর হালকা জ্বর ও গলাব্যথা অনুভব করছিলেন। কয়েক দিন আগে হাসপাতালের একটি দল বাড়িতে এসে তাকে ওষুধ দিয়ে গেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। একই রকম তথ্য দিয়েছেন মাড়িয়া ইউনিয়নের গাজীপুরফেরত অপর এক নারী।
চিকিৎসক দলের সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমিরুল ইসলাম ও চিকিৎসা কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, মোবাইল ফোনে কিংবা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে তথ্য পেয়ে রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাদের চিকিৎসায় সেরে যাচ্ছেন রোগীরা। বাড়িতে সরকারি চিকিৎসক পেয়ে রোগীরা খুব খুশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, জ্বর, সর্দি, কাশির চিকিৎসা দেওয়া ছাড়াও অনেক ছোটখাটো সমস্যার সমাধান করা হচ্ছে। জটিল ও বড় রোগের চিকিৎসা স্বাস্থ্য কমপ্লেক্সেই করা হচ্ছে। বাড়িতে গিয়ে চিকিৎসা দেওয়ার ফলে গুজব বা ভুল বোঝাবুঝি কম হচ্ছে।
স্থানীয় এমপি এনামুল হক জানান, হাসপাতালে গিয়ে মানুষ চিকিৎসক পায় না। এখানে বাড়িতে বসে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এ জন্য তিনি চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর