করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে কাঁপছে গোটা বিশ্ব। ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে এই ভাইরাস। এতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষের। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার আড়াই শতাধিক মানুষের।
করোনাভাইরাস থাবা বসিয়েছে এশিয়ার দেশ পাকিস্তানেও। এখন পর্যন্ত দেশটিতে সরকারি হিসাব অনুযায়ী আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৫। মৃত্যু হয়েছে ১৩৫ জনের।
তবে পাকিস্তান সরকারি সরকার কর্তৃক প্রকাশিত এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির বিভিন্ন রাজ্য সরকার, সংগঠন ও সামাজিক কর্মীরা। তাদের মতে, পাকিস্তান সরকার প্রকৃত তথ্য গোপন করছে। প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে দাবি করেছেন তারা।
তাদের মতে, বিভিন্ন হাসপাতালে নিউমোনিয়ার মতো লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে। বেড়েছে তাদের মৃত্যুর সংখ্যাও। এমনকি হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই মারা যাচ্ছে অনেক রোগী।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে দেশটির সিন্ধু রাজ্যে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ মন্তব্য করেছেন, সরকার যে তথ্য বা সংখ্যা প্রকাশ করছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি হবে। তাছাড়া অনেক আক্রান্ত ব্যক্তিকে শনাক্তই করা হচ্ছে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ওয়ার্ল্ডওমিটার
বিডি প্রতিদিন/কালাম