কভিড-১৯ করোনাভাইরাসের মধ্যে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসছে কেন জিজ্ঞাসা করায় রুহুল আমিন নামে এক যুককের মাথা ফাটিয়ে দিয়েছে ইছাহাক নামের এক ব্যক্তি। তাৎক্ষণিক ওই যুবককে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার মাথায় ৬ সেলাই দেয়া হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের ছত্তার খা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিন একই গ্রামের খোরশেদ আলীর ছেলে।
রুহুল আমিন জানান, দুই দিন আগে প্রতিবেশি জাফর মুন্সির ছেলে ইছাহাক কার্গোতে নারায়ণগঞ্জ থেকে পাথরঘাটার ঘুটাবাছা গ্রামের বাড়িতে আসে। আমি করোনাভাইরাসের সংক্রমণের এ সময়ে নারায়ণগঞ্জ থেকে কেন বাড়ি আসছে জানতে চাই এবং বিষয়টি ইউএনওকে জানাবো- এমন কথা বলায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি লাঠি দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, রুহুল আমিনের মাথায় ৬টি সেলাই দিয়ে ভর্তি নেয়া হয়েছে।
এ বিষয় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ইছাহাককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আহতের পক্ষ থেকে থানায় মামলা দেয়ার জন্য বলা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা