৩০০ শয্যা করোনা হাসপাতালের চিকিৎসকদের থাকার জন্য জেলার অন্যতম উন্নত নারায়ণগঞ্জ ক্লাব নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া নার্সদের জন্য ব্যবস্থা করা হয়েছে জেলার ডাক বাংলো।
নারায়ণগঞ্জ-৪ আসনেরা এমপি শামীম ওসমানের উদ্যোগে এ ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতালের সকল চিকিৎসক নারায়ণগঞ্জ ক্লাব ও সকল নার্স জেলা পরিষদের ডাক বাংলোতে বসবাস করবেন বলে জানিয়েছেন ৩শ’ শয্যার আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়।
এ বিষয়ে ডা. সামসুদ্দোহা সঞ্চয় জানান, এমপি শামীম ওসমান চিকিৎসকরা কে কেমন আছেন এবং রোগীদের সেবা দিতে চিকিসৎকদের কখন কি সুবিধা দরকার তা নিয়মিত তদারকি করছেন।
তিনি আরও জানান, সাংসদ শামীম ওসমান জেলা পরিষদ এবং নারায়ণগঞ্জ ক্লাবের সঙ্গে সমন্বয় করে চিকিৎসকদের নারায়ণগঞ্জ ক্লাবে ও নার্সদের জেলা পরিষদের ডাক বাংলোর তিনটি কক্ষে থাকার ব্যবস্থা করেছেন। একই সাথে সিদ্ধান্ত হয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিকিৎসক ও নার্সরা সেখানেই থাকবেন। এছাড়া কোয়ারেন্টাইনে যাবার প্রয়োাজন হলেও তারা সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন।
বিডি প্রতিদিন/ফারজানা