প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্র। প্রতি মুহূর্তে দেশটিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
গেল ২৪ ঘন্টায় দেশটিতে ৩ হাজার ৮৫৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ৩১ হাজার ৯০৫ জন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, আমেরিকায় এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৯৭ জন। আর কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা মোট ৭ লাখ ১ হাজার ৪৭৫ জন। সূত্র: ইউএনআই
বিডি প্রতিদিন/কালাম