নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনার নতুনভাবে শনাক্ত হয়েছে ৪০ জন। মৃত্যু সংখ্যা মোট দাঁড়িয়েছে ২৪ জন।
শুক্রবার সকালে তাদের দেওয়া তথ্য মতে, করোনায় মোট আক্রান্ত সংখ্যা ছিল ২৬১ জন। রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) দৈনিক প্রতিবেদনে ওই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮৯ জন।
শনিবার সকালে (১৮ এপ্রিল, শনিবার) তা আরও বেড়েছে, এখন নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ৩০১ জন। এ যাবৎ নমুনা সংগ্রহ করা হয়েছে ৭০৬ জনের। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪০ জন। মোট আক্রান্ত ৩০১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। মোট মৃত্যু ২৪ জন।
সরকারি তথ্যের বাইরেও করোনায় মারা যাওয়ার খবর পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই পরীক্ষার অভাবে তা নিশ্চিত করা যায় না। আর করোনার নানা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা গণমাধ্যমের কাছে, প্রতিদিনই করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত্যুর খবর যেমন আসে, তেমনি ওই মরদেহের নমুনা সংগ্রহের খবর পাওয়া যায় না।
বিডি প্রতিদিন/কালাম