শুক্রবারই করোনায় উহানে মৃতের সংখ্যা ৫০ শতাংশ বাড়িয়েছে চীন। এর ফলে সে দেশের মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৯ শতাংশ। এই ঘটনায় চীনের বিরুদ্ধে তথ্য গোপন করার যে অভিযোগ আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলো এনেছে, তাতেই চীন ফেঁসে গেল বলে অনেকে মনে করছেন।
কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চীন একা নয়, এই পরিস্থিতির মুখে পড়তে হতে পারে অন্য সব দেশগুলোকেই। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রাথমিকভাবে মৃতের যে সংখ্যা বলা হয়েছিল তা বাড়াতে হতে পারে সব দেশকেই। করোনাভাইরাসের মতো মহামারীর ক্ষেত্রে এটি খুব একটা অস্বাভাবিক নয় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক কতজন করোনায় মারা যাচ্ছেন, তা প্রাথমিকভাবে বোঝা সম্ভব নয় অনেক দেশের পক্ষেই।
করোনার আক্রমণে উহান দিশাহারা হয়ে গিয়েছিল বলে মনে করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। সেই কারণে সব মৃত্যু নথিভুক্ত করা তাদের পক্ষে সম্ভব হয়নি। কোভিড-১৯ করোনাভাইরাসের এই মহামারীর ক্ষেত্রে সব মৃতের সংখ্যা নথিভুক্ত করাও একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক