টাঙ্গাইলে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ২১ বছর বয়সী এক যুবক করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান। এ নিয়ে টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়ালো।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গ্রামটি লকডাউন করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫২ জনের। যার মধ্যে ১০ জনের করোনা পজেটিভ হয়েছে। যার মধ্যে ভূঞাপুরে ৪ জন, নাগরপুরে ৩ জন, মির্জাপুরে ১ জন, ঘাটাইলে ১ জন ও মধুপুরে ১ জন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ