মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করলেন মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে একটি মানুষও অর্ধাহারে-অনাহারে থাকবে না, এটাই আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ। শুধুমাত্র করোনার সময়ই নয়, সরকার আগামী তিন বছর সকল মানুষকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে।
মন্ত্রী বুধবার পিরোজপুরে কর্মহীন মানুষের মাঝে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে খাদ্য সামগ্রী বিতরণ করার সময় এসব কথা বলেন। এসময় মন্ত্রী পৌরসভার দেড় হাজার কর্মহীন নারী-পুরুষের মাঝে চাল, ডাল, আলু, তেল ও চিড়া বিতরণ করেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সকল অনাবাদি জমিকে আবাদের আওতায় এনে যে যেখানে রয়েছেন সে অবস্থায় থেকে ফসল, ফল, মাছ, গবাদিপশু পালন, মাছ ও মাংস উৎপাদনে সকলকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, এই দুর্যোগের সময় সমাজের দানশীল, বিত্তবান সবাই এগিয়ে আসলে অনাকাঙ্খিত করোনা প্রাদুর্ভাব থেকে আমাদের উত্তরণ সম্ভব।
এসময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন ।
বিডি-প্রতিদিন/শফিক