১৬ জুলাই, ২০২০ ১০:৩৭

করোনা; চীনে মাংস রফতানিতে ৮টি কারখানার ওপর নিষেধাজ্ঞা আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

করোনা; চীনে মাংস রফতানিতে ৮টি কারখানার ওপর নিষেধাজ্ঞা আর্জেন্টিনার

আটটি মাংস প্রক্রিয়াজাত কারখানা থেকে চীনে রফতানি স্থগিত করেছে আর্জেন্টিনা; কারণ ওই কারখানাগুলোর কর্মীদের মধ্যে করোনাভাইরাসের ছড়িয়েছে। আর্জেন্টিনার খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ কর্তৃপক্ষ সেনাসার মুখপাত্র রদ্রিগো কন্টি বুধবার এ তথ্য জানিয়েছেন।

মহামারীর সময়ে আর্জেন্টিনা সরকারকে বানিজ্যিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছিল চীন। এরপরই এসব কারখানা থেকে মাংস রফতানির ওপর স্থগিতের সিদ্ধান্ত এসেছে।

দক্ষিণ আমেরিকার দেশগুলোর মাংস রফতানির মূল গ্রাহক চীন। করোনা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় চীন মাংস আমদানির বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে যার প্রভাব পড়েছে ওই অঞ্চলের দেশগুলোতে, বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলে। 

সূত্র: রয়টার্স 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর