২ আগস্ট, ২০২০ ১৫:৩৪

করোনার নমুনা পরীক্ষা কমেছে, কমেছে শনাক্তের সংখ্যাও

অনলাইন ডেস্ক

করোনার নমুনা পরীক্ষা কমেছে, কমেছে শনাক্তের সংখ্যাও

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনোর নমুনা পরীক্ষার করা হয়েছে ৩ হাজার ৬৮৪ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৮৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪.০৫ শতাংশ। এর আগে প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার মানুষের করোনার নমুনা পরীক্ষা হয়েছে দেশে। গতকালও করোনা পরীক্ষা করা হয়েছিল ৮ হাজার ৮০২  জনের। এর মধ্যে ২ হাজার ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৪.৯৮ শতাংশ।

আজ রবিবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ১৫৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি নমুনা। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর