যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের প্লাজমা চিকিৎসার অনুমোদন দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের জন্য এই চিকিৎসার অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
রবিবার এক নির্বাচনী প্রচার সভায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। খবর বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) প্লাজমা চিকিৎসার যৌক্তিকতার ব্যাপারে বলেছে, এই পদ্ধতি সম্ভাব্য ঝুঁকির চেয়ে উপকারিতা বেশি। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ৭০ হাজারের বেশি মানুষ প্লাজমা গ্রহণ করে সুস্থ হয়ে উঠেছে।
এ ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ ধরনের চিকিৎসার মাধ্যমে মৃতের হার ৩৫ শতাংশ কমে যাবে।
দীর্ঘ সময় ধরে আমি এটাই খুঁজছিলাম। এই ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।
তিনি আরও বলেন, প্লাজমা চিকিৎসাকে একটি শক্তিশালী থেরাপি। যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন লোকজনকে তিনি প্লাজমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, প্লাজমা চিকিৎসা এমন এক পদ্ধতি, যেখানে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তার দেহ থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয়। এতে করে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।
বিডি প্রতিদিন/ আবু জাফর