মার্চের পর ফের দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় ৪০০ এর বেশি মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। করোনার বিস্তার রোধে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির সংসদ। বুধবার সংসদের জাতীয় অধিবেশন কাভার করতে আসা এক ফটো সাংবাদিকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর অধিবেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই সাংবাদিকদের সংস্পর্শে আসা ডেমোক্র্যাট দলের ১৪ জন জ্যৈষ্ট সদস্যসহ মোট ৫০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে দক্ষিণ কোরিয়ার অবস্থা ছিল ভয়াবহ। একটা সময় শীর্ষে চীনের পরেই ছিল দেশটির অবস্থান। কিন্তু দ্রুততার সঙ্গেই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয় দক্ষিণ কোরিয়া। মার্চের পর দেশটির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আগস্টের শেষ দিকে এসে তা বাড়তে শুরু করেছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মীদের বাসা থেকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ কোরিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৬ জন; মৃত্যু হয়েছে মোট ৩১৩ জনের।
বিডি প্রতিদিন/ফারজানা