শিরোনাম
১৮ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৩৫

করোনা: চূড়ান্ত ট্রায়ালে চীনের ভ্যাকসিন নিলেন বাহরাইনের যুবরাজ

অনলাইন ডেস্ক

করোনা: চূড়ান্ত ট্রায়ালে চীনের ভ্যাকসিন নিলেন বাহরাইনের যুবরাজ

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ বুধবার কভিড-১৯ রোগের ভ্যাকসিন নিয়েছেন। আরব নিউজ জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালে তিনি চীনা কোম্পানি সিনোফার্মের ভ্যাকসিন নেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আবু-ধাবি ভিত্তিক জি৪২ হেলথকেয়ারের সহযোগিতায় এই ট্রায়াল হচ্ছে। বাহরাইনে ট্রায়ালে অংশ নিচ্ছেন ৬ হাজার মানুষ।

প্রায় ৩ সপ্তাহ আগে চীনের সিনোফার্ম টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয় বাহরাইনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইন আন্তর্জাতিক প্রদর্শনী সেন্টারে এই ট্রায়াল হচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর