২৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৯

ভারতে করোনায় মৃত্যু ৯৪ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

ভারতে করোনায় মৃত্যু ৯৪ হাজার ছাড়াল

ফাইল ছবি

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৫৩৪ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৯২ হাজার ৫৩২ জন। রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে এ সংখ্যা জানা গেছে।

দেশটিতে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হন ৮৮,৬০০ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয় ১১২৪ জনের।  মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৮ জন। 

ভারতে এখনও করোনা সংক্রমণের শীর্ষে থাকা রাজ্য মহারাষ্ট্র। এরই মধ্যে মহারাষ্ট্রে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শনিবার মুখ্যমন্ত্রী বলেন বহু মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে রাজ্যে।

এদিকে, করোনা মোকাবিলায় গোটা বিশ্বের পাশে দাঁড়নোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাষ্ট্রসংঘে মোদির রেকর্ড করে রাখা বক্তব্য শোনানো হয়েছে।

মোদি বলেন, ‘‘ভারতই বিশ্বের সবথেকে বড় ভ্যাক্সিন উৎপাদনকারী দেশ। তাই আজ গ্লোবাল কমিউনিটিকে আশ্বাস দিয়ে বলতে চাই, এই ক্রাইসিসে পুরো মানবজাতিকে সাহায্য করতে ভ্যাক্সিন উৎপাদন ও ডেলিভারি করবে ভারত। ভারত ফেজ ৩ ট্রায়ালের দিকে এগোচ্ছে।’’

 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

সর্বশেষ খবর