মহামারী করোনাভাইরাসের লাগাম টেনে ধরার চেষ্টায় কারফিউ ঘোষণা করেছে ব্রাজিল। দেশটির উত্তরাঞ্চলীয় অ্যামোজোনাস রাজ্যে আজ শুক্রবার সকাল থেকে ১০ দিনের কারফিউ শুরু হয়েছে।
রাজ্যেল গভর্নর উইলসন লিমা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে মহামারি করোনাভাইরাসের একেবারে নাজুক পরিস্থিতি বিরাজ করছে এখানে। সংক্রমণ বেড়েই চলেছে এবং এতে বিভিন্ন হাসপাতালে বেড ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, সেখানের হাসপাতালগুলোতে বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কারফিউ এর সময়সীমায় মানুষের চলাফেরায় কড়াকাড়ি আরোপ করা হয়েছে। সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/শফিক