মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঈন মিয়া (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি মাকরিছড়া চা বাগানে। মঙ্গলবার ভোর রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, মঈন মিয়া বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গত ২১ মার্চ তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। রির্পোট পজেটিভ এসেছে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাসার সবাইকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন