করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি।
বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী।
গণমাধ্যমকে আফসানার মিমির নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ বলেন, ‘সম্প্রতি আফসানা মিমির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।’
তিনি আরও বলেন, এখনো তিনি যথেষ্টই সুস্থ এবং স্বাভাবিক আছেন। সাধারণ চিকিৎসা সহায়তার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণ বা গুরুতর চিকিৎসা সঙ্কটে নেই।
তিনি আরও বলেন, এটি গতমাসের শেষের দিকের ঘটনা। মিমি এতদিন বাসাতেই আইসোলেশনে ছিলেন। মিমির কাশি হচ্ছে। এছাড়া তার আর কোনো সমস্যা হচ্ছে না।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন