করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউ রুখতে ১০ দিনের লকডাউন জারি করেছে ইরান। আজ শনিবার থেকে দেশটির অধিকাংশ অঞ্চলে ১০ দিনের লকডাউন কার্যকর হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিরেজা রাইসি জানান, ইরানের ৩১টি প্রদেশের ২৩টিতে এই লকডাউন কার্যকর হবে।
১০ দিনের লকডাউনে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, থিয়েটার ও খেলাধুলার অনুষ্ঠান বন্ধ থাকবে এবং বুধবার থেকে শুরু হওয়া পবিত্র রমজান মাসে লোকজনের জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরানে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এছাড়াও গত সপ্তাহ থেকে নতুন করে দৈনিক সংক্রমণ ২০ হাজারের বেশি হচ্ছে। এছাড়া করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪ হাজারেরও বেশি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন