চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নতুন করে করোনায় মারা গেছেন পাঁচজন। এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭ দিনের লকডাউন মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে।
লকডাউনের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের কারণে জেলা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। শহরে ওষুধ, মুদিখানা দোকন ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।
এদিকে লকডাউন কঠোরভাবে কার্যকর করতে সকাল থেকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি কোনো কারণ ছাড়া চলাচলকারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ফিরিয়ে দেওয়া হচ্ছে। শহরে পুলিশের টহল টিমও রয়েছে।
সিভিল সার্জন ডা, জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ২০২ জনের করোনার নমুনা পরীক্ষায় ৮২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে।
জেলা হাসপাতালের আরএমও ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে জেলায় প্রায় সাড়ে ৩০০ করোনা আক্রান্ত রোগী রয়েছেন এবং জেলা হাসপাতালে ১৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় ফেরত যাত্রী রয়েছেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই