গোপালগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু সহ আক্রান্ত হয়েছে ৪৮ জন। সুস্থ হয়েছেন ৩ জন। আক্রান্তের হার ৫৩ শতাংশ।
এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৫৩টি নমুনার মধ্যে ৪৩ জন, কাশিয়ানী উপজেলায় ১৩টির মধ্যে ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১০টির মধ্যে ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৭টির মধ্যে ৩ জন শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৪৬ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১১৯ জন।
এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩০ জন, কাশিয়ানী উপজেলায় ৭৫৫ জন, মুকসুদপুর উপজেলায় ৬০৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৫৭৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৫৬ জন রয়েছেন।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা ও কালিভিটা গ্রামে করোনা আক্রান্ত ৫০ জনের মধ্যে ৭ জনের শরীরের ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মেলায় ওই গ্রাম দুটিতে লকডাউন চলছে। এছাড়াও বৌলতলী, সাতপাড় ও সাহাপুর ইউনিয়নে সাপ্তাহিক হাট বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর