১৫ জুন, ২০২১ ১৯:৫৯

গোপালগঞ্জে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু সহ আক্রান্ত হয়েছে ৪৮ জন। সুস্থ হয়েছেন ৩ জন। আক্রান্তের হার ৫৩ শতাংশ। 

এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৫৩টি নমুনার মধ্যে ৪৩ জন, কাশিয়ানী উপজেলায় ১৩টির মধ্যে ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১০টির মধ্যে ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৭টির মধ্যে ৩ জন শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৪৬ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১১৯ জন।

এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩০ জন, কাশিয়ানী উপজেলায় ৭৫৫ জন, মুকসুদপুর উপজেলায় ৬০৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৫৭৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৫৬ জন রয়েছেন।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা ও কালিভিটা গ্রামে করোনা আক্রান্ত ৫০ জনের মধ্যে ৭ জনের শরীরের ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মেলায় ওই গ্রাম দুটিতে লকডাউন চলছে। এছাড়াও বৌলতলী, সাতপাড় ও সাহাপুর ইউনিয়নে সাপ্তাহিক হাট বন্ধ রয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর