করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মঈনুদ্দীন মণ্ডল। ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৬৯'র গণ আন্দোলনের বিপ্লবী ছাত্রনেতা, এই প্রবীণ রাজনীতিবিদের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দ্বিতীয় স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরের জেলা আদর্শ স্কুল প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মৃধাপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ