মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার উপজেলা থেকে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্য ১৫ জনের পজিটিভ এসেছে। এর আগে গত তিনদিনে শ্রীমঙ্গলে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাফায়াত মো. আশরাফ হোসেন জানান, এ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩৮৫ জন। এর মধ্য ৩৩০ জন সুস্থ হয়ে গেছেন। মারা গেছেন ছয়জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৪৭ জন রোগী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে তাদের বাসাবাড়ি লকডাউন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই