২৫ জুলাই, ২০২১ ১৫:০২

বাগেরহাটে করোনায় একদিনে আক্রান্ত ১১৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনায় একদিনে আক্রান্ত ১১৫

বাগেরহাটে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে বাগেরহাট সদর ও মোল্লাহাট উপজেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১১৫ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় ৪২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 

জেলায় করোনা সংক্রামণ হার ২৭ দশমিক ৩৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৫৮ জন। এসময় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে রয়েছে, সদর উপজেলায় ৪১ জন, শরণখোলায় ২০ জন, মোরেলগঞ্জে ১৮ জন, মোল্লাহাটে ১১, ফকিরহাটে ১০ জন, চিতলমারীতে ৯ জন, মোংলায় ৪ জন ও কচুয়া উপজেলায় ২ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।  

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর