৪ আগস্ট, ২০২১ ১৩:২২

খাগড়াছড়িতে আরও ৩৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে আরও ৩৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

খাগড়াছড়িতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ বুধবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে ২২ জন মারা গেলেন। 

এছাড়াও একই সময়ে নতুন করে আরও ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৯৩ জনে। 

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা সদরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য কর্তৃপক্ষ আরও ৩০টি সিট বাড়ানোর কার্যক্রম শুরু করেছে। বর্তমানে করোনা রোগী ভর্তি আছেন ৪৪ জন।

সদর হাসপাতালের আরএমও ডা. রিপল বাপ্পী চাকমা জানান, চিকিৎসক সংকট কাটাতে জেলা সদর হাসপাতালে ২ জন ডাক্তার যোগদান করেছেন। কিন্তু তারা এখনো চিকিৎসা সেবা শুরু করেননি।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর