গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১১ জন ও উপসর্গে ২ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন ও সুস্থ হয়েছেন ১৩১ জন। শুক্রবার বেলা ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন কার্যালয়ের ডা. সাজ্জাদ উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপচাচিয়া উপজেলার শাকিল (৫০), ধুনট উপজেলার দেলোয়ার হোসেন (৫৫) ও চাঁন মিয়া (৭০), কাহালু উপজেলার রতন আলী (৪০), সোনাতলা উপজেলার জেবুন্নেছা (৬০) এবং সারিয়াকান্দি উপজেলার মোমিনুল (৪৮), মোহাম্মাদ আলী হাসপাতালে জেলা সদরের আব্দুস সামাদ (৬০), সাখাওয়াত হোসেন (৪৮), শাজাহানপুর উপজেলার জাকিয়া (২৭), বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে দুপচাচিয়া উপজেলার হারুন অর রশিদ (৭১), চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া সারিয়াকান্দি উপজেলায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জরিনা (৬০)। এতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে সরকারি হিসেব অনুযায়ী ৫৯০ জন।
ডা. সাজ্জাদ জানান, বগুড়ায় প্রতিদিন আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১৩টি নমুনার মধ্যে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৯ জন, শেরপুরে ৪ জন, কাহালুতে ৫ জন, গাবতলীতে ১ জন, শাজাহানপুরে ৮ জন, শিবগঞ্জে ৩ জন, সারিয়াকান্দিতে ৫ জন, আদমদিঘীতে ৩ জন, দুপচাঁচিয়ায় ১ জন এবং ধুনটে ৩ জন রয়েছে।
ডা. সাজ্জাদ আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩১ জন। জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ৪৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৬৫ জন।
বর্তমানে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ৫১৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে শজিমেকে ২৪০ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৭২ জন, টিএমএসএস হাসপাতালে ৭৯ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন