নেত্রকোনায় একদিনে করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ৮০ জনের। মৃত্যু হয়েছে দুইজনের। জেলায় এ পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৩৯ জন পুরুষ ও ৪১ জন নারী রয়েছেন। নতুন মৃতদের মধ্যে আটপাড়া উপজেলায় ৪৫ বয়সী একজন ও সদর উপজেলায় ৬০ বছর বয়সী একজন আছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ময়মনসিংহ ল্যাবে ১৫৭টি নমুনার মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় জিন-এক্সপার্ট কোভিড-১৯ টেস্ট করা হয়েছে ৫ জনের। তার মধ্যে শনাক্ত ১ জন। জেলায় কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ১৩৮ জনের। এর মধ্যে ৪২ জন শনাক্ত।
নেত্রকোনা সদরে নতুন শনাক্ত ৩৪, পূর্বধলায় ৬, বারহাট্টায় ৩, কেন্দুয়ায় ১১, দুর্গাপুরে ৪, আটপাড়ায় ৭, কলমাকান্দায় ২, মদনে ২ ও মোহনগঞ্জ ১১ জন শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো নমুনা ২৭,০০৯টির মধ্যে রিপোর্ট এসেছে ২৬,৩৯৫টির। জেলায় মোট শনাক্ত ৩,৯৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৯৬০ জন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ