গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার ও মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, এ কারাগারের জেলার রিতেশ চাকমার সর্দি ও কাশিসহ করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষার ফলাফলে বৃহস্পতিবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে কারাগারের বন্দিরা সুস্থ্ রয়েছেন, আতংকিত হওয়ার কিছু নেই। কারাভ্যন্তরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে বন্দীদের সঙ্গে সাক্ষাত বন্ধ রয়েছে।
এদিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার এর জেল সুপার হালিমা খাতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ শরীফ।
বিডি প্রতিদিন/আল আমীন