সাতক্ষীরায় ৮৭ কেন্দ্রে আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। জেলার সাতটি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে এই গণটিকাদান শুরু হয়েছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে উপচে পড়া ভিড়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, সাতক্ষীরা জেলায় আজকে সর্বমোট ৮৭টি কেন্দ্রে ৪৮ হাজার ৬০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। প্রত্যেকটি ইউনিয়নে ৬০০ জনকে করোনা টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ২০০ জনকে টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৪ থেকে ১৯ আগস্ট পর্যন্ত আবারও এই গণটিকা কর্মসূচী শুরু হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির