করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ শনিবার থেকে মেহেরপুর জেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন মেহেরপুরের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, সদর থানার ওসি শাহ দারা খান, মুজিবনগর থানার ওসি আবুল হাশেম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
মেহেরপুর জেলায় দুইদিনে প্রায় ৫২ হাজার মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন সূত্র। এতে অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির