সারাদেশের সাথে একযোগে পাহাড়ী জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে করোনার গণটিকা প্রদান কার্যক্রম। খাগড়াছড়ি পৌরসভা ও ৯ উপজেলার ৩৮টি ইউনিয়নে আজ শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
কেন্দ্রভিত্তিক লক্ষ্যমাত্রার অতিরিক্ত টিকা প্রত্যাশী থাকায় অনেকে না পেয়ে ফিরে গেছেন। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, খাগড়াছড়ি পৌরসভার ৯ ওয়ার্ডে ৯টি কেন্দ্র ও ৩৮টি ইউনিয়নের প্রতিটিতে ৩টি কেন্দ্রে দেয়া হচ্ছে করোনার টিকা। গণটিকা প্রদানের পরীক্ষামূলক দিনে ২৪ হাজার ছয়শ' জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির