প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীতে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বিশেষ প্রণোদনা ও ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে আজ রবিবার দুপুরে সদর উপজেলার বিশজন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যেক্তা নারী-পুরুষের মাঝে নগদ ৪০ লক্ষ টাকা বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সামছুদ্দিন জেহান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাছান প্রমুখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির