দেশব্যাপী বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ময়মনসিংহের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে বসুন্ধরা এলপি গ্যাস লি. এর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ অঞ্চলের দেড় শতাধিক পরিবেশক ও রিটেইলারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেইন, ডিভিশনাল সেলস ইনচার্জ।
এসময় বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ থেকে পরিবেশকদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সকলের জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনা করার আহ্বান জানানো হয়। এছাড়াও অসাধু লোভাতুর চক্র যেন ব্যবসায়ীদেরকে প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করা হয়।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৮/মাহবুব