মেইড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত আরেকটি ফিচার ফোন বাজারে ছাড়লো ওয়ালটন। যার মডেল ‘ওলভিও এলসিক্স’। আকর্ষণীয় ডিজাইনের ছোট আকারের ফোনটি অত্যন্ত সুদৃশ্য। দাম ৭৩০ টাকা।
ওয়ালটনের সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ওলভিও এলসিক্স দেশে তৈরি দ্বিতীয় ফিচার ফোন। যা তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। এক বছরের রেগুলার ওয়ারেন্টির সঙ্গে এই ফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ছাড়াও এই ফোনে ১০১ দিনের প্রায়োরিটি বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।
ডুয়াল সিমের ফোনটির পর্দা ১.৭৭ ইঞ্চির। এতে ব্যবহৃত হয়েছে ৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। এটি ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে।
ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার, জিপিআরএস, বিল্ট-ইন ফেসবুক, ব্লুটুথ, ব্ল্যাকলিস্ট, হোয়াইট লিস্ট, এলইডি টর্চ, রেকর্ডিংসহ এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
বিডি প্রতিদিন/ফারজানা