ঈদ উপলক্ষ্যে বেশ কিছু মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে ওয়ালটন। মডেলভেদে দাম কমেছে ২ হাজার থেকে ৪০০ টাকা পর্যন্ত।
দাম কমানো হ্যান্ডসেটগুলো হচ্ছে প্রিমো জেডএক্সথ্রি, প্রিমো এনএইচথ্রি লাইট, প্রিমো এনএইচথ্রিআই, প্রিমো জিএইট, প্রিমো এইচএমফোর এবং প্রিমো এইচ৭।
ওয়ালটন সেলুল্যার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, প্রিমো জেডএক্সথ্রি ২ হাজার টাকা কমে বর্তমানে পাওয়া যাচ্ছে ২৭ হাজার ৯৯০ টাকায়। প্রিমো এনএইচথ্রি লাইটের দাম কমেছে ৮৯১ টাকা। এটি এখন পাওয়া যাচ্ছে ৫,৫৯৯ টাকায়। প্রিমো এনএইচথ্রিআই ৫৯১ টাকা কমে মিলছে ৫,৬৯৯ টাকায়। প্রিমো জিএইট ৫০০ টাকা কমে এখন দাম দাঁড়িয়েছে ৬,৪৯৯ টাকা। আর প্রিমো এইচএমফোর এবং প্রিমো এইচ৭-এর দাম ৪০০ টাকা করে কমে বর্তমানে পাওয়া যাচ্ছে যথাক্রমে ৭,৪৯০ এবং ৭,৫৯৯ টাকায়।
দেশের সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় সব মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধায়ও কেনার সুযোগ থাকছে। সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার জন্য রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর