টেলিটক বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ সাহাব উদ্দিন।
তিনি ১ জুন, ১৯৬৫ সালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতবাড়ীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আবদুল হক মিয়া ও ফাতেমা হকের সন্তান মোঃ সাহাব উদ্দিন ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি নবম বিসিএস এর মাধ্যমে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসাবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এর চাকরিতে যোগদান করেন।
পরবর্তীতে পদোন্নতি পেয়ে তৎকালীন বিটিটিবি/ বর্তমান বিটিসিএলে বিভিন্ন পর্যায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক এবং পরবর্তীতে টেলিটকের মহাব্যবস্থাপক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি চাকুরিরত অবস্থায় বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে কানাডা, ফ্রান্স, জাপান, ভারত, চীন ইত্যাদি দেশ ভ্রমণ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন