জাপানি ব্র্যান্ড হিটাচি’র নকল ও নিম্নমানের পণ্যের উপস্থিতি দেশের বাজারে লক্ষ্য করা গেছে বলে দাবি করেছে পন্যটির পরিবেশক প্রতিষ্ঠান বেস্ট ইলেক্ট্রনিক্স।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপিতে প্রতিষ্ঠানটির ডিরেক্টর মার্কেটিং তাহমিদ জামান রাশিক বলেন, দেশের বিভিন্ন শো-রুমে যেসব ‘হিটাচি ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন রয়েছে সেগুলোর কোনটিরই অরিজিনাল জাপানি হিটাচি ব্র্যান্ডের কোন অনুমোদন নেই। অনুমোদনহীন কারখানায় গোপনে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করে হিটাচি ব্রান্ডের নাম দিয়ে এসব রেফ্রিজারেটর, এসি ও ওয়াশিং মেশিন বিক্রি করা হচ্ছে। ফলে এই ব্র্যান্ডের নকল ও অনুমোদনহীন এসব পণ্য কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।
তিনি আরও বলেন, অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে কেবল মাত্র 'বেস্ট ইলেক্ট্রনিক্স' অথবা 'ট্রান্সকম ডিজিটাল'ই পারে ‘হিটাচি’ ব্র্যান্ড ওয়ারেন্টি ও জেনুইন পার্টস এর নিশ্চয়তা প্রদান করতে । তাই আসল হিটাচি ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিনের মান ও সেবার পূর্ণ নিশ্চয়তা পেতে কেবল মাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর ’বেস্ট ইলেক্ট্রনিক্স’ অথবা ‘ট্রান্সকম ডিজিটাল’ এর শো-রুমে চলে আসার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/ ৭ জুন ২০১৮/ ওয়াসিফ