‘ভিশন উত্তেজনায় উত্তাল বিশ্বকাপ, ঘুরে আসুন রাশিয়ায়’ ক্যাম্পেইনের এ পর্যন্ত ৩০ বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশন এর পণ্য কিনে তারা রাশিয়া ঘুরে আসার সুযোগ পাচ্ছেন। আগামী জুলাই পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে এখনো জেতার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আরএফএল এর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিশন ইলেকট্রনিক্স এর মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ। ভিশন ইলেকট্রনিক্স এর হেড অব অপারেশন নুর আলম, মাহাবুবুর রহমান এবং রাশেদুজ্জামানসহ ভিশনের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পেইনের আওতায় রাশিয়া ভ্রমণ ছাড়াও ভিশন ক্রেতাদের জন্য নগদ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে। এছাড়া ফুটবল উন্মাদনায় ক্রেতাদের মাতিয়ে তুলতে পুরস্কার হিসেবে রয়েছে প্রিয় দলের জার্সি, টি-শার্ট ও ফুটবল।
বিডি প্রতিদিন/ফারজানা