দিনাজপুরে বসুন্ধরা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান কিং ব্যান্ড সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কিং ব্যান্ড সিমেন্টের আয়োজনে শহরের অভিজাত গ্রীনভিউ কমিউনিটি সেন্টারে কিং ব্যান্ড সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫০জন রিটেইলার, ডিলার, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণে এই ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের অন্যতম সহযোগি প্রতিষ্ঠান কিং ব্যান্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে এজিএম মাসুম বিল্লা, ডিএসআই শাহ মোহাম্মদ মাহমুদ ইসলাম, এএসএম শফিকুল ইসলাম, টিএসই মহিদুল ইসলামসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও কিং ব্যান্ড সিমেন্টের দিনাজপুর পরিবেশক সিবাহ্ এন্টারপ্রাইজ এর মঞ্জুরুল ইসলামসহ এল এন ট্রেডিং, বাঁধন ট্রেডার্স ও এইচ আর ব্রাদার্স তিন জেলার পরিবেশকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়। রাতের খাবার ও একে অপরের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা