২৩ তম রোজায় জেএমআই গ্রুপের বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান এবং সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
দোয়া অনুষ্ঠানে দেশের উন্নতি ও অগ্রগতি ও প্রত্যেকের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে আবদুর রাজ্জাক বলেন, 'ব্যবসা-বাণিজ্য হল একদম শতভাগ হালাল একটা বিষয়। হালালভাবে ব্যবসা করলে কেউ ঠেকেনা। সবাইকে সৎভাবে কাজ করার পরামর্শ দিবো। '
এসময় তিনি সবার সফলতা কামনা করেন।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৮/হিমেল