বাংলাদেশের বৃহত্তম কনজ্যুমার ব্র্যান্ড এ সি আই ও বিশ্বের এক নাম্বার মিডিয়া এজেন্সি গ্রুপ-এম এর অঙ্গ প্রতিষ্ঠান এমবিএ- এর সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির ভিত্তিতে এ সি আই এর বেশ কিছু পণ্যের মিডিয়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এর দায়িত্বে থাকবে এমবিএ ।
চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান, বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমীন, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নাহিদ নেওয়াজ এবং গ্রুপ-এম এর পক্ষ থেকে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম, এমবিএ এর অ্যাসোসিয়েট ডিরেক্টর রাহাত সোহেল অনন্যা, মাহাবুব আলম এবং আহসানুল করিম সানি।
বিডি প্রতিদিন/ফারজানা