দেশের প্রখ্যাত Knee Surgeon Dr. M. Ali-এর তত্বাবধানে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে জয়েন্ট কেয়ার এবং ওয়েলনেন্স সেন্টার (Joint Care & Wellness Centre) উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সবাধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উদ্বোধন হওয়া এই বিশেষায়িত সেন্টারে এখন থেকে দেশ ও দেশের বাইরে থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে অর্থোপেডিক সংক্রান্ত যাবতীয় চিকিৎসা সেবা পাওয়া যাবে। সেবার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-নী ও হিপ রিপ্লেসমেন্ট সার্জারী, মিনি হোল সার্জারী, সার্বক্ষণিক পেইন ম্যানেজমেন্ট ইউনিটসহ অত্যাধুনিক সব সুবিধা।
উল্লেখ্য, অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালস ঢাকার চিফ অপারেটিং অফিসার ডা. রত্নদ্বীপ চাস্কার, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ডা. শান্তি বানসাল, সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ, কো-র্অডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. এম. আলী, অন্যান্য কনসালটেন্টসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৮/আরাফাত