সারা বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্মার্টফোনের ব্যবহার। জনপ্রিয়তার তুঙ্গে স্মার্টফোনে ছবি তোলাও। যার ফলে বাজারে বেড়ে গেছে মাঝারি দামের শক্তিশালী ক্যামেরা যুক্ত এবং একইসাথে দেখতেও দারুণ স্মার্টফোনের চাহিদা। ক্রেতাদের সম্পূর্ণ নতুন তৈরি হওয়া এই চাহিদা পূরণে ২০১৬ এর প্রথম প্রান্তিকে অপো ‘এফ’ সিরিজ নামে নতুন এক সিরিজের ফোন বাজারে আনার ঘোষণা দেয়। ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযুক্ত এফ সিরিজের সর্বপ্রথম মডেল এফ ওয়ান মিড রেঞ্জের ফোনের সেগমেন্টে নতুন এক দিগন্তের সূচনা করে।
সেলফি জগতে দীর্ঘসময় ধরে রাজত্ব বিস্তার করা অপো এফ সিরিজের সিংহাসন যে সহসাই কোন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছে না এর প্রমাণ আবারো পাওয়া গেলো এফ ইলেভেন প্রো মডেলটি বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেওয়ার মাধ্যমে। এফ সিরিজের ফোনগুলোতে বরাবরই চমকপ্রদ সব উদ্ভাবনের জন্ম দেওয়ার যে স্বাক্ষর অপো রেখে চলেছে। এর ধারাবাহিকতা এফ ইলেভেন প্রো মডেলটির ক্ষেত্রেও যে বহাল থাকবে এটি সহজেই অনুমিত। জানা গেছে, তরুণদের পছন্দের শীর্ষে থাকা ‘সেলফি এক্সপার্ট’ খ্যাত অপো এফ সিরিজের অভাবনীয় সব ফিচার সমৃদ্ধ এফ ইলিভেন প্রো মডেলটি বাংলাদেশের বাজারে বিক্রয়ের ঘোষণা আসতে পারে যেকোন মুহূর্তে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর