এই এপ্রিলে কুমারিকা’র ইউটিউব চ্যানেলে আসছে ওয়েব সিরিজ “চেনা পথের অপরিচিতা”।
কুমারিকা’র প্রযোজনায় ওয়েব সিরিজটি শিহাব শাহীন পরিচালনা করেছেন।
নারীর তার পরিবার, সমাজ এবং নিজের ভিতরকার প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মানুষ হয়ে বাঁচতে চাওয়ার গল্প এই- “চেনা পথের অপরিচিতা”। সকল বাধাকে উপেক্ষা করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে ওঠার পাশাপাশি নারীর প্রতিদিনের অনুভূতি, আবেগ, কষ্টকে পেরোনোর গল্পগুলো চিত্রায়িত হয়েছে এই ওয়েব সিরিজে।
কেন্দ্রীয় চরিত্রে জাকিয়া বারী মম’র পাশাপাশি, ওয়েব সিরিজটিতে আরও রয়েছেন অপূর্ব, নাইম, সুষমা সরকার, সাবেরি আলম, আনন্দ খালেদ, খালেকুজ্জামান, সাবিহা জামান।
সমাজের হার না মানা নারীদের গল্পগুলো সবার সামনে নিয়ে আসার অভিপ্রায়ে, কুমারিকা মিস ন্যাচারাল-২০১৬ তে একজন এসিডদগ্ধ নারীকে সম্মাননা জানানোর মাধ্যমে বাংলাদেশের সুপরিচিত ব্র্যান্ড কুমারিকা শুরু করেছিলো অনলাইন ক্যাম্পেইন সাহসিনী।
তারপর ধীরে ধীরে সবার ভালোবাসায়- কুমারিকা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকে এখন দশ লাখ শুভাকাঙ্ক্ষীর এক সুবিশাল পরিবার। চুল, ত্বক এবং শরীরকে ভালো রাখার প্রাকৃতিক সমাধান দেয়ার পাশাপাশি, কুমারিকা বলতে চায় সমাজের সকল বাঁধা পেরোনো হার না মানা নারীদের কথাগুলোও। সেই ভাবনা থেকেই কুমারিকা’র প্রযোজনায় ওয়েব সিরিজ, “চেনা পথের অপরিচিতা”।
নির্মিত এই ওয়েব সিরিজের কনসেপ্ট এবং ডিজিটাল পার্টনার হিসেবে কাজ করছে সফ্টউইন্ড টেক লিমিটেড।
বিডি প্রতিদিন/হিমেল